spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাঙামাটিতে দুই বাসের সংঘর্ষে চালকসহ আহত ৬

রাঙামাটির নানিয়ারচরে দুই বাসের সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের বেতছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আজ সকালে রাঙামাটি থেকে যাত্রীবাহী একটি বাস খাগড়াছড়ি যাচ্ছিল। বাসটি বেতছড়ি এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার। তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাস দুটির ক্ষতি হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss