spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে নিখোঁজ শিশু কামালের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নগরের ষোলশহরের চশমা খালে পড়ে নিখোঁজ শিশু কামালের খোঁজ পেয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ষোলশহর এলাকার মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল নিশ্চিত করেছেন।

নিখোঁজ কামাল ষোলশহর স্টেশন এলাকার মো. কাউসারের ছেলে। তারা ষোলশহর স্টেশন এলাকায় ফুটপাতে থাকতেন। কামাল চার ভাই বোনের মধ্যে সবার ছোট।

জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে নিখোঁজ কামাল ও তার বন্ধু রাকিবকে নিয়ে চিটাগং শপিং কমপ্লেক্সের বিপরীতে ভূমি অফিসের সামনে চশমা খালে সাঁতার কাটতে গিয়ে ময়লাযুক্ত পানিতে ভেসে যায়। ওই সময় পানির স্রোতে কামাল ভেসে গেলেও দেওয়ালে ধাক্কা খেয়ে প্রাণে বেঁচে যায় তার বন্ধু রাকিব।

নিখোঁজের পর রাকিব বিষয়টি তার বাবাকে জানালে কামালের বাবা ভয়ে কাউকে না জানিয়ে কয়েক দফা নিজে খোঁজাখুজি করেও পাননি। ছেলেকে হারিয়ে রাত পার হয়ে সকাল হলেও কাউকে জানাতে সাহস করেননি হতভাগা বাবা।

সকালেও খোঁজাখুজি করে না পেয়ে ৭ ডিসেম্বর বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিন ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss