চট্টগ্রামের বাঁশখালীতে ক্রিকেট ব্যাটের আঘাতে আহত নবম শ্রেণির ছাত্র অনিক রুদ্রের (১৬) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অনিক রুদ্র কালীপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামের প্রণব রুদ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই অপু রুদ্র। তিনি বলেন, ‘আমার ছোটভাই গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করবো।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিকাল ৫টায় রুদ্রপাড়া সংলগ্ন মাঠে খেলার সময় ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে তার দুই সহপাঠী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চস/স