spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে ১৪৪ ধারা, স্থান পাল্টালো বিএনপি

কক্সবাজার শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারা ভঙ্গ করে স্থান পাল্টে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

সোমবার (৩ জানুয়ারি) ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ স্মরণী সড়ক ও আশপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

অন্যদিকে দুপুরে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে গণতন্ত্রের বিজয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা যুবলীগ।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অনুষ্ঠানস্থল পরিবর্তন করে সোমবার বিকেলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এজন্য দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জমায়েত হতে শুরু করেছে। সেখানে তারা মহাসমাবেশ করবে।

প্রশাসনের ১৪৪ ধারা জারির পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বাইরে বের হয়ে এসেছেন কক্সবাজারে বিএনপির নেতাকর্মীরা। যেকোন মূল্যে তারা সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করছে। সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মিজানুর রহমান মিনু বক্তব্য রাখার কথা রয়েছে।

জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে কক্সবাজার গোল চত্বর মাঠে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হলে তা বাতিল করা হয়। এরপর কার্যালয়ের সামনে প্রস্তুতি নিলেও প্রশাসন শেষ মুহূর্তে এসে ১৪৪ ধারা জারি করে। এরপর আমাদের নেতাকর্মীরা আরো ক্ষুব্ধ হয়ে উঠে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে অবস্থান করছেন।

জেলা বিএনপির অধিকাংশ নেতারা বলেছেন, এই মহাসমাবেশ যে কোনো মূল্যে সফল করা হবে। প্রয়োজনে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা ভেঙে সমাবেশ করা হবে।

অপরদিকে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, শহীদ মিনার সড়কে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে গণতন্ত্রের বিজয় দিবসের অনুষ্ঠানস্থল পরিবর্তন করেছি। আমারা শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠানটি করবো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss