spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাটহাজারীতে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

হাটহাজারী-নাজিরহাট সড়কে জিপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তিটি জিপের হেলপার ছিলেন। তার নাম মুহাম্মদ সাজিম (১৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের মিরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের এজাহার মিয়ার ছেলে মো. লোকমান (২৮) ও একই ইউনিয়নের নুর মিয়ার ছেলে মো. তারেক (১৭)।

স্থানীয়রা জানান, সকালে হাটহাজারীগামী একটি ইট বোঝাই জিপ মিরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে চালক-হেলপারসহ ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিপের হেলপার সাজিমকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, সকালে জিপ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss