চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. আলমগীর বলেন, পেলাগাজীর দিঘী এলাকায় দুর্ঘটনায় ২ ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে এক ছাত্রীর স্বজনের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় দুই ছাত্রীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে স্থানীয়রা। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।
চস/আজহার


