কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রুবিনা আক্তার (২০) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবিনা কুতুপালং ক্যাম্প-২ এর জানে আলমের স্ত্রী।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রুবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী সুকৌশলে পালিয়ে যায়। পরে তার ঘরের ট্রাঙ্কের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
চস/আজহার