চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্বকোদলা থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ মোহাম্মদ ইয়াকুবকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইয়াকুব পূর্ব কোদলার মীর আহাম্মদ প্রকাশ বদন হাজীর ছেলে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায়রা রাঙ্গুনিয়ার পূর্ব কোদলায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইয়াকুবের বিরুদ্ধে খুন, নারী ও শিশু নির্যাতন, মারামারিসহ চারটি মামলা রয়েছে। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চস/আজহার