spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেকনাফের নাফ নদীতে মিলল অজ্ঞাতনামা লাশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলমের নেতৃত্বে দুপুরে লাশটি (পুরুষ) উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। এখনও লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss