কক্সবাজারের চকরিয়ায় দুই বোনকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় করা মামলায় পলাতক আসামি আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আবু হাসান উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন জানান, ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা তাদের মেয়েকে একা বাড়িতে রেখে আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। ওই রাতে ভিকটিম বাড়িতে একাকিত্মবোধ করায় তার চাচাতো বোনকে বাসায় এনে রাখে। ওইদিন রাতে বাড়িতে আর কেউ না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িতে ঢুকে দুই বোনকে কৌশলে ঘুমের বড়ি সেবন করায়। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে জুয়েল তাদের দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন ওই দুই বোন তাদের পরিবারকে জানালে তারা বিষয়টি চকরিয়া থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানা পুলিশ দুই বোনকে ডাক্তারি পরীক্ষা করান। ওই ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পায় পুলিশ। এরপর ভিকটিমের পিতা আকতার হোছাইন বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ জুন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পলাতক আসামি জুয়েলকে গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। একপর্যায়ে র্যাব নিশ্চিত হয় ওই আসামি গাজীপুরে অবস্থান করছে। পরে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলেও জানান এএসপি মো. বিল্লাল উদ্দিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ধর্ষণ মামলার আসামি জুয়েলের বিরুদ্ধে আদালতে পুলিশ চার্জশিটও দিয়েছে। ওই ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। বুধবার সকালে তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব। সকালে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠনো হয়েছে।
চস/আজহার


