spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সুরাঙ্গন খেলাঘর আসর’র সাংগঠনিক কর্মশালা সম্পন্ন

সুরাঙ্গন খেলাঘর আসর আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক খেলাঘর সাংগঠনিক কর্মশালা’২২ সম্পন্ন হয়। গতকাল ১৬ এপ্রিল শনিবার নিজস্ব আসর কেন্দ্রে এই আযোজন হয়।

এসময় প্রশিক্ষনার্থীদের শিশু-কিশোরদের মানো-দৈহিক বিকাশ এবং খেলাঘর সংগঠকদের দক্ষতা ও মানোন্নয়ন, খেলাঘর প্রতিষ্ঠার পটভূমি – ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, মানব সভ্যতার বিকাশ – শিক্ষা ও সংস্কৃতি, খেলাঘরের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র, সীতাকুণ্ডে খেলাঘর আন্দোলন শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা.এ.কিউ.এম. সিরাজুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম. নাসিরুল হক, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী।
এছাড়াও আসরের সহ-সাধারণ সম্পাদক ঋক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সংগঠনিক সম্পাদক ও মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার, সাধারণ সম্পাদক সুজিত পাল, সাবেক সাধারণ সম্পাদক অশোক দাশ, সুরাঙ্গন খেলাঘর আসরের সহ-সভাপতি পরেশ দাশ গুপ্ত, সহ-সভাপতি বিজয় চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মুন্নি সেন, কৃষ্ণ দাস, সালমান আহমেদ অন্তর, অমিত বড়ুয়া, হৃদয় চৌধুরী, আবিদ হাসান মেহেদী, কাকলী লামা, অপি দেব নাথ ও তন্ময় দাশ প্রমুখ।

সর্বশেষ ইফতার আয়োজন পরবর্তী প্রশিক্ষকবৃন্দ প্রত্যেক প্রশিক্ষণার্থীকে অভিজ্ঞানপত্র তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss