spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে চবিতে অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেছে নেতাকর্মীরা। অবরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল বন্ধ রয়েছে। কোন শিক্ষক-শিক্ষার্থী ক্যম্পাসে প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে ক্লাস কার্যক্রম।

জানা গেছে, মঙ্গলবার (১ জুন) রাত ১টার দিকে চবি ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ এক নম্বর গেট থেকে মোটরসাইকেল যোগে ক্যাম্পাসে আসার পথে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় মাজার গেট এলাকায় যুবলীগ নেতা হানিফের অনুসারী ৭/৮ জন কর্মী দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করে।

ভিএক্স গ্রুপের কর্মীরা জানান, আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিচার না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলেও জানান তারা।

এ বিষয়ে চবি প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, তবে এখনো সমাধান হয়নি। আজ ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss