চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন ৫ জন। তবে তাদের নাম জানা যায়নি।
এর আগে আঠার জন নিহতের কথা জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সর্বশেষ ফায়ার সার্ভিসের এক কর্মীর লাশ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতে বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। দগ্ধদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চস/স


