spot_img

১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুই ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জুন) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরশরত বাংলাবাজারে এ ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. রহিম উল্লাহ ও আব্দুল মান্নান। রহিম উল্লাহর মুদি ও মান্নানের কুলিং কর্নার ছিলো। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর।

এলাকার বাসিন্দা সালাউদ্দিন ও শাহজালাল জানান, রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে রহিম উল্লাহ ও আব্দুল মান্নানের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা, পণ্য সামগ্রী, আসবাবপত্র পুড়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থল থেকে আমাদের অফিস অনেক দূর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি দোকান পুড়ে গেছে।

 

চস/আজহার

 

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss