spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে আরও একজনের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরেকজনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) পৌনে ৪টার দিকে ডিপোর টিন শেড থেকে মরদেহের দেহাবশেষটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিএম ডিপোর ভেতরে টিন শেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss