spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বাড়ির পাশ দিয়ে চলে গেছে রেললাইন। সেখানে বসে গিটার বাজিয়ে গান করছিলেন ওমর ফারুক (২৮)।

কিন্তু ট্রেনের ধাক্কায় মুহূর্তেই থেমে গেছে তার কণ্ঠস্বর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভারব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ওমর ফারুক ফৌজদারহাট কালুশাহ সিপাহি বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss