কক্সবাজার শহরের পূর্ব লারপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলার পরে নাস্তা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- একই এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়ছার হামিদ ও জুনুর ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল। দুজনেই সম্পর্কে আপন চাচাত ও জ্যাঠাতো ভাই বলে জানা গেছে।
সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, পৌনে ১২ টার দিকে ছুরিকাঘাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। বাকি একজন চিকিৎসাধীন রয়েছে।
চস/স