পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সম্রাট চাকমা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাহাড়ের দুই আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) এবং এমএলপির মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সম্রাট নামে একজন নিহত হন।
ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চস/স