spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে ‘আরসা সদস্য’ নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে এক আরসা সদস্য নিহত হয়েছেন। দুই গ্রুপের এলোপাতাড়ি গুলিতে এ সময় তিন রোহিঙ্গা আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় জানা যায়নি।

রবিবার (৭ মার্চ) ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার ভোরে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। রোহিঙ্গারা একজনকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের স্হানীয় হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে জানা গেছে। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss