spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-চট্টগ্রাম-কেরানিরহাট সড়কের কয়েকটি অংশ তলিয়ে যাওয়ায় সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কের কিছু অংশের উপর দিয়ে কয়েক ফুট পানি প্রবাহিত হচ্ছে।

এছাড়া বান্দরবানের সাথে রোয়াংছড়ি, রুমা এবং চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে জেলার লামা ও আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী নদীসহ বিভিন্ন নদী ও খালের পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে বান্দরবানের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, ওয়াবদা ব্রিজ, বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন এলাকায় নদীর পানি প্রবেশ করায় অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত ৬ জন আহতের ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, সাতটি উপজেলায় ইতোমধ্যে ১৯২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা শহরের কয়েকটি স্কুলে লোকজন আশ্রয় নিয়েছে। সেখানে জেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে লোকজনদের শুকনো খাবার, খিচুড়ি বিতরণ করা হচ্ছে। এছাড়া পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলা শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss