spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পটিয়ায় গোসলে নেমে প্রাণ গেল দুই বোনের

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে পটিয়া পৌরসদরের তালতলা চৌকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও রাজঘাট ব্যাপারী পাড়ার মোহাম্মদ সেলিমের মেয়ে রুমা আকতার (১০) ও সুবর্ণা আকতার (৭)। বর্তমানে তারা পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তালতলা চৌকি এলাকার মোহাম্মদ মহরম আলীর ভাড়া বাসায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে পুকুরে অন্য এক শিশুসহ গোসল করতে নামে দুই বোন। সাঁতার না জানা ওই তিন শিশু গোসল করতে গিয়ে এক পর্যায়ে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয় এক পথচারী এক শিশুকে ডুবতে দেখে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। ভাগ্যক্রমে ওই শিশুটি বেঁচে যায়। পরবর্তীতে বেঁচে যাওয়া ওই শিশু আরো দুই শিশু পুকুরে ডুবে তলিয়ে যাওয়ার কথা জানালে স্থানীয়রা জাল দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ডুবে যাওয়া রুমা ও সুবর্ণাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss