চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। ইতোমধ্যে তার এই ভিডিও বেশ আলোচিত হয়েছে।
জনসচেতনতামূলক সেই ভিডিওটি নিয়ে তিনি লিখেন, “ওজন কমাতে গিয়ে ক্যান্সার ডেকে আনছেন না তো ??”
আরো পড়ুন: শিশু সায়মা হত্যা: আসামি হারুনের মৃত্যুদণ্ড
মোহাম্মদ মহসীন তাদের একটি অভিযানের বর্ণনা দেন। বর্ণনায় তিনি বলেন, আমরা কোতোয়ালী থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে অসংখ্য কার্টুন ওজন কমানোর ভিনেগার জব্দ করেছি। এসব ভিনেগার স্থানীয়ভাবে এসিড এবং কেমিক্যালের সাথে পানি মিশিয়ে তৈরি করা হচ্ছে। আমি অনেক ডাক্তার ও বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা বলেছে ওজন কমানোর এসব ভিনেগার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং এতে মরণব্যাধি ক্যান্সারও হতে পারে। এসব ভিনেগারে বিএসটিআইয়ের অনুমোদন নেই। তারা নিজেরাই লোগো বানিয়ে ব্যবহার করছে।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে।
https://www.facebook.com/Mohammadmohsinppm/videos/211458186894848/
চস/সোহাগ