spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অবরোধের দ্বিতীয় দিনে আনোয়ারায় যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।

তিনি বলেন, ‘চাতরী চৌমুহনী এলাকায় পিএবি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চাতরী চৌমুহনী বাজারের মসজিদের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়া আমার চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি চাতরি চৌমুহনী বাজারের মসজিদের পাশে রাতে পার্কিং করা ছিল। সকালে কেইপিজেড শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss