spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে আগুনে পুড়ে ৪ দোকান ছাই

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ৪ দোকান ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাহমুদুল্লাহ সওদাগরের দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে রিদোয়ানের মুদির দোকান, আব্দুল মান্নানের চায়ের দোকান, রুহুল আমিনের ফলের দোকান ও অর্পণ সুশীলের সেলুন পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। দিবাগত রাত ১২টার দিকে জানতে পারি আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম, আগুন দাউ দাউ করে জ্বলছে। দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. আজাদুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss