spot_img

৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কাপ্তাইয়ে হাঁসের খামারে ধরা পড়ল ১৪ ফুটের অজগর

রাঙামাটির কাপ্তাইয়ে হাঁসের খামারে ধরা পড়ল ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ। অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট এবং ওজন ২০ কেজি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় স্থানীয় কয়েকজনের সহায়তা অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, অজগরটি আমার খামারের ৩-৪টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর আমরা রাত ৩টা থেকে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় অজগরটি ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

বনবিভাগ উদ্ধার অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে সকাল ১১টায় অবমুক্ত করে। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান, রাইংখিয়ংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী মিশু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিনসহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss