spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে আহত স্কুল ছাত্র মোহাম্মদ জোবায়ের আহমেদ (১২)মারা গেছে।

সোমবার (১৩ মে) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জোবায়ের উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মাদারবাড়ি এলাকার মোজাফফর আহমদের ছেলে ও কেরানীহাট আশ-শেফা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেনীতে অধ্যায়নত ছিল।

বিষয়টি নিশ্চিত করে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, স্কুলছাত্র জোবায়ের আহমেদ গত ৫ মে বিকেলে কেঁওচিয়ার মাদারবাড়ি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে উঠে পাশের গাছ থেকে বাঁশ উঁচিয়ে আম পাড়ছিল। এ সময় আম পাড়ার কাজে ব্যবহৃত বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে জোবায়ের আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত জোবায়েরকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss