রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম স্কুল ভোট কেন্দ্রে পুত্রের কোলে চড়ে ভোট দিতে আসলেন ষাটোর্ধ্বো অসুস্থ পিতা শেখ মুজিব (৬৭)।
মঙ্গলবার (২১ মে) বেলা ১১টায় পুত্র শেখ মোজাম্মেল হোসেন আমান কোলে চড়ে পিতাকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।
পুত্র শেখ মোজাম্মেল হোসেন জানান, তাঁর পিতা শেখ মুজিব তিনবার ব্রেন স্ট্রোক করে বাম পাশটা প্যারালাইসড হয়ে গেছে। এতে করে তিনি প্রায় শয্যাশায়ী। তবে পিতার অনেক ইচ্ছা, তিনি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন। তাই বাবার ইচ্ছাপূরণে তিনি বাবাকে কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছেন।
চস/স