চট্টগ্রামের লোহাগাড়ায় কানুরামবাজার নয়াহাটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি দোকান। রবিবার (২৬ মে) দিবাগত রাত ৩টায় পূর্ব কলাউজান এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে রতন কান্তি নাথের কনিকা টেইলার্সের ৮টি সেলাই মেশিন ও কাপড়, উজ্জ্বল কান্তি নাথের গুরুদেব শঙ্খ ভাণ্ডারের ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া মহিউদ্দিনের মোস্তফা ক্লথ স্টোরে পুড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগে সব পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা জানিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।
চস/আজহার