spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পেকুয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম মুন্নি (৪) ও মনিরা (৩)। মুন্নি জহির আহমদের মেয়ে এবং মনিরা জহির আহমদের নাতনি।

জানা যায়, সকাল ৭ টার দিকে ওই দুই শিশু পাশের বাড়ীর উঠানে খেলতে গেলে কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে ক্যাপসুল খাওয়াতে দুই শিশুদের খোঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এবিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান বলেন, সকাল ৮ টার দিকে দুটি শিশুকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে মৃত্যু অবস্থায় নিয়ে আসে আত্মীয়-স্বজনরা। দুজনই পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, সকালে দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলার চলে পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে খোঁজাখুজি করলে পুকুরে ভাসতে দেখতে পায়।স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিলে ডাক্তার মৃত্যু ঘোষনা করে। জোবাইদা বাবার বাড়িতে শিশু কন্যা মনিরাকে নিয়ে গত দুই বছর ধরে বসবাস করছে।

এদিকে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss