চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বাজারের গ্রীণ টাওয়ার নামের একটি বিপনী বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র ৩০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলে ভয়াভহ ক্ষতির মুখ থেকে রক্ষা পায় শতাধিক দোকান ও ব্যাংক-বীমাসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।
গ্রীণ টাওয়ার নামের বিপনী বিতানের ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ভবনের একটি এসি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে ভবনের দ্বিতীয় তলার ভিশন ইলেকট্রনিক্স শো-রুম মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গেলে মাত্র ৩০ মিনিট সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, তদন্তের আগে আগুনের সূত্রপাতা সম্পর্কে কিছু বলা যাবে না। তবে ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এতে ভয়াভহ ক্ষতির মুখ থেকে অসংখ্য প্রতিষ্ঠান রক্ষা পায়।
চস/স


