চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে পুকুরের পানিতে ডুবে রাজশ্রী শীল নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শীল পাড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শিশু রাজশ্রী ওই এলাকার পলাশ শীলের কন্যা।
স্থানীয়রা জানান, পরিবারের সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা।
এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চস/স