চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার আনোয়ার (৩৫) হোসেন নামক এক জামায়াত নেতা
নিহত হয়েছেন। আনোয়ার উপজেলার বারৈয়াঢালা পূর্ব ধর্মপুর গ্রামের অধিবাসী এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলাধীন মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, আনোয়ার প্রতি দিনের মতো আজও তার ছেলেকে সীতাকুণ্ড পৌর সদরের একটি নুরানী মাদরাসার ক্লাসে দিয়ে মোটরসাইকেলে নিজে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি পন্থিছিলা জলদাখানা অতিক্রমকালে একটি ট্রাকের সাথে ধাক্বা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চস/স


