অঘোষিত লক ডাউনের মধ্যেও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে থেমে নেই ট্রাক-কাভার্ড ভ্যানে অবাধে যাত্রী চলাচল।
অতিরিক্ত ভাড়া গুণে বহু যাত্রী এসব যানবাহনে স্বাভাবিক সময়ের মতো চলাচল করায় সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। থেকেই যাচ্ছে করোনা ঝুঁকি ।
এ অবস্থায় মহাসড়কে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশ লকডাউন। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার কথা বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সারাদেশের অফিস, গণপরিবহন সবকিছুই বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র জরুরী পরিবহণ চলাচল করার অনুমতি আছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রামের সিটিগটে আজ দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে অনিয়মের এসব চিত্র। চলছে অবাধে গাড়ি। যার মধ্যে ট্রাকের পরিমাণ বেশি। খালি খালি ট্রাক রাস্তায় চলাফেরা করছে। এসব ট্রাকে করে মানুষ যাচ্ছে তাদের গন্তব্যে। চলছে প্রাইভেট কারও। এসব কার এখন গণপরিবহনের ভূমিকা পালন করছে। নগরীর সিটিগেটের পাশে দেখা যাবে সারি সারি প্রাইভেট কার। এসব কারে ভাড়াও অনেক বেশি। দু-চারজন মিলে একটা কার ভাড়া করে চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে।
পণ্যবাহি ট্রাকের চালক গাড়ি থামিয়ে যাত্রীর সাথে ভাড়া দর করে নেয়, তারপর ট্রাকের পেছনে তুলে নেয়। প্রতিদিনই এমন চিত্র দেখা যায় সিটিগেট মোড়ে।
চস/আজহার