চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শহর থেকে জাহাঙ্গীর শুক্রবার জুমার নামাজ পড়তে গ্রামের বাড়িতে যান মোটর সাইকেলযোগে। তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক জন দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা চালায়। প্রথমে লাটি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন। আহত অবস্থায় জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত বলে জানান।
ঘটনার কারণ অনুসন্ধানে, কী কারণে এ হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
চস/আজহার