চট্টগ্রামে সীতাকুণ্ডে তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে তেলের ডিপোতে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন পাশের শিখা ফার্নিচার শো-রুম, স্টেশনারি দোকান, গার্মেন্টস জুটের গুদাম, কুলিং কর্নার, ফার্নিচার দোকান, রড-সিমেন্টের দোকানসহ কয়েকটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। কুমিরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট স্থানীয়দের সহায়তায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের ডিপোসহ ১৫টি দোকান পুড়ে যায়।
ওয়াজেদ মার্কেটের মালিক জহির বলেন,তেলের ডিপো থেকে আগুনে সূত্রপাত হয়। এতে পায় ১৫ টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ডিপোসহ ১৫টি দোকান ও মালামাল পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
চস/স