spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই উপজেলার শীলকূপ ইউনিয়নের শীলকূপ টাইম বাজার কবির স্টোরের সামনে গন্ডামারাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুস সাত্তার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের ছেলে।

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আসামি মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সে এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss