রাউজান পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পেয়ার মোহাম্মদ বাবুকে গুলি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে পূবগুজরা ইউনিয়নের আদ্যাপীঠ এলাকায় বসে থাকার সময় একদল দুবৃত্ত তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
থানা পুলিশ গুলির ঘটনা স্বীকার করলেও এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান। আভ্যন্তরিক কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। বাবুর বাড়ি উপজেলার ৭নম্বর রাউজান সদর ইউনিয়নে।
চস/স