spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২ নম্বর গেটে দিনেদুপুরে ছিনতাই, সালাম পার্টির এক সদস্য গ্রেপ্তার

মাঝপথে থামানো রিকশার সিটে বসা এক মাঝবয়সী যাত্রী। রিকশার দুপাশে দাঁড়ানো দুজন। ওই যাত্রী কথা বলার ফাঁকেই পকেট থেকে বের করছিলেন টাকা। দূর থেকে দেখে মনে হবে ওই দুজন রিকশাযাত্রীর পরিচিত কেউ। তবে, ওরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। প্রকাশ্যে ছিনতাইয়ের এই ঘটনার ভিডিওচিত্র সাহস নিয়েই এক সংবাদকর্মী তাঁর মুঠোফোনে ধারণ করেছিলেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (২২ মার্চ) এমনই অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে নগরের ব্যস্ততম সড়ক ষোলশহর-দুই নম্বর গেট এলাকায়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি।

রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে ভাইরাল ভিডিওতে থাকা ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত আরও একজন পলাতক আছেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজু (৪৮)। তিনি হামজারবাগ এলাকার মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাতক আসামি হলেন—সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে মো. আলমগীর (৪৫)। তার বিরুদ্ধেও রয়েছে অস্ত্র আইনসহ ৯টি মামলা।

ছিনতাইয়ের ওই ঘটনার ভিডিও ধারণকারী দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফ বলেন, ‘গতকাল দুপুর দেড়টার দিকে আমার এক সহকর্মী একটি রিকশা দেখিয়ে বলে যে দাদা, ওই লোককে মনে হয় ছিনতাইকারী ধরেছে। ওরা (ছিনতাইকারী) মনে করছে সবাই যেমন চলে যাচ্ছে, আমরাও চলে যাব। ভিডিও করেছি সেটা প্রথমে বুঝতে পারেনি। ভিডিওটা দূর থেকে করেছি।’

তিনি বলেন, ‘যখন ভিডিও করতেছি খেয়াল করেছে, তখন যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি আমাকে ঝাড়ি দিয়ে বলেন, ‘এই মিয়া, এলাকার মুরুব্বির সাথে কথা বলতেছি আপনি ছবি তুলতেছেন কেন?’। পরে রিকশায় থাকা ওই মুরুব্বিকে জিজ্ঞেস করলাম তার পরিচিত কিনা। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা আমাকে বললো, ‘আপনার এত দরকার কি? যান-তো।’ পরে যখন আমি তাকে কথা বলতে ডাকি তখন দৌঁড় দেয় সে। ছিনতাইকারী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি তখন।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাজু এবং পলাতক আলমগীর ধারালো ছুরির ভয় দেখিয়ে ভুক্তভোগী রিকশাযাত্রীকে সব দিয়ে দেওয়ার হুমকি দেন। তারা ওই বৃদ্ধের পকেটে থাকা ৫শ’ টাকা জোর করে ছিনিয়ে নেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, গ্রেপ্তার সাজু গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ষোলশহরে রিক্সা থামিয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। সূত্র: সিভয়েস

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss