spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২২

বান্দরবানের আলীকদম উপজেলায় যাত্রীবাহী চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২২ জন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টার  দিকে উপজেলার কলার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, যাত্রীবাহী চাঁদের গাড়িটি বান্দরবানের থানচি থেকে যাত্রী বোঝাই করে আলীকদমের কলার ঝিরি এলাকায় আসছিল। পথে এটি আলীকদম সদর থেকে ৮ কিলোমিটার দূরে ত্রিপুরা পাড়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে ডিম পাহাড় এলাকার থমপং ম্রো পাড়া এলাকার বাসিন্দা তৈনজা ম্রো (৩০) নিহত হয়। গাড়িতে থাকা অপর ২২ জন যাত্রী আহত হয়। তবে আহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহির উদ্দিন জানিয়েছেন ঘটনার পর স্থানীয় লোকজন দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কথা হতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কা জনক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss