spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে শয়ন কক্ষে মিললো এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ শয়ন কক্ষ থেকে ইনজামুল হক বাবু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করেছে।

নিহত ইনজামুল হক বাবু পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলী বাড়ির নুরুল হকের ছেলে। সে নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কপোরেশন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা তিন ভাই ও এক বোন।

নিহতের বড় ভাই এমদাদুল হক জানান, ইনজামুল হক বাবু গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে গিয়েছিলো। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমার মা জকিয়া বেগম এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার জন্য ডাকতে যান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় এবং তার সাড়া শব্দ না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে দেখি কক্ষে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে বাবুর ঝুলন্ত মরদেহ।

খবর পেয়ে পুলিশ ইনজামুলের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss