রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়মিত মামলা ও পরোয়ানাভূক্ত পলাতক আসামি মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ(৪৫)কে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা মডেল পুলিশ। তার বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্টার মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামী রিয়াজ পৌরসভার শান্তিনিকেতন এলাকার ৬নং ওয়ার্ডের মৃত মঞ্জুর হোসেনের ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শনিবার(১৮ অক্টোবর) চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে সন্ধা ৭.৩০টায় উপপরিদর্শক মাহফুজুর রহমান ও উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতে আইনগত প্রক্রিয়া শেষে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান,আসামীকে চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
চস/স