spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে হেলাল উদ্দীন নামক (৩৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দা কামাল উদ্দীনের পুত্র।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেযে আমরা নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরও জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে লোকটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss