spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাই ইকনোমিক জোনে ২০৯ কোটি টাকায় হবে সড়ক

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের ‘মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নং : ৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ’ কাজের অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।

বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’ এর ‘মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নং : ৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ’ শীর্ষক কার্য ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান হলো ঢাকার মনিকো লিমিটেড। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss