spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হাটহাজারীতে থানায় ঢুকে পুলিশের ওপর আক্রমণ, সাবেক শিবির নেতা আটক

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে মো. রায়হান (২৬) নামে শিবিরের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বুধবার দুপুরে থানায় ঢুকে ছাত্র হত্যার ঘটনায় জড়িতদের ছবি ও ভিডিও ধারন করার সময় পুলিশ বাধা দিলে রায়হান পুলিশের ওপর আক্রমণ করে। পরে তাকে আটক করা হয়।

রায়হানের সাথে দলের কোন সম্পৃক্ততা নেই দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, এক সময় কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদ-পদবীতে নেই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss