spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে বাস থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— কক্সবাজারের সদর এলাকার নজু মিয়ার মেয়ে রশিদা (৩৮) ও চট্টগ্রামের পাহাড়তলী থানার সালেহ আহমেদের মেয়ে রোকেয়া বেগম (৩৬)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুই নারী যাত্রীবেশে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী ‘দুলালি স্পেশাল’ পরিবহনের একটি বাসে করে গাঁজা বহন করছে। পরে র‍্যাবের একটি দল মীরসরাই বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দুই নারীকে আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, তল্লাশিতে রশিদার ব্যাগ থেকে ১০ কেজি এবং রোকেয়ার দুটি ব্যাগ থেকে ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার দুই নারী পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা মাদকসহ তাদের মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss