চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৫০ ও ৫৬ বছর বয়সী দুই নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টার দিকে একজন এবং সকাল ৭টায় অন্যজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন।
এদের মধ্য ৫০ বছর বয়সী নারী নগরের পাঁচলাইশ এলাকার এবং ৫৬ বছর বয়সী নারী জামালখান এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা পজেটিভ দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের দুইজনেরই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। এদের মধ্যে একজন গত ২৯ মে এবং অন্যজন ২ জুন হাসপাতালে ভর্তি হন।
চস/আজহার