spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে রোহিঙ্গা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে এক রোহিঙ্গা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক জানিয়েছেন।

নিহত হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২-ইষ্টের ডি-৪ ব্লকের বাসিন্দা সায়েদ আলমের ছেলে আব্দুল শুক্কুর (৩৯)। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ারের পাশে অবস্থিত রাবার বাগান এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে; তবে পুলিশ সব দিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন,ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুল হক বলেন, অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি একজন রোহিঙ্গা। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss