spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্মার্টফোন কেনার সামর্থ্য নেই চবির পৌনে চার হাজার শিক্ষার্থীর

ভার্চুয়াল ক্লাসে অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যেসব শিক্ষার্থীর ডিভাইস কেনার সক্ষমতা নেই, তাদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দেয়া হয়েছে।

ইউজিসি চিঠির প্রেক্ষিতে গত চবি কর্তৃপক্ষ ৩ হাজার ৭৫০ অসচ্ছল শিক্ষার্থীর তালিকা জমা দিয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে চবিসহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাসের উদ্যেগ নিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে স্মার্টফোনের জটিলতা নিরসনে শিক্ষার্থীদের শিক্ষাঋণ দেয়ার উদ্যোগ নেয় ইউজিসি। সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিকট অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল ইউজিসি।

জানা গেছে, গত ২০ আগস্ট উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডিনস্ কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক ক্ষতি পুষিয়ে দিতে সেপ্টেম্বর থেকে চবিতে অনলাইন ক্লাস শুরু হবে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট অনলাইন ক্লাসের জন্য ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চায় চবি। তালিকা সম্পন্ন করে প্রথমে চার হাজার শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে পাঠানো হয়।

পরে ইউজিসি থেকে চিঠি দেয়া হয়, মোট শিক্ষার্থীর মধ্যে ১৫ শতাংশের তালিকা দেওয়ার জন্য। এর আলোকে যাচাই-বাছাই শেষে তিন হাজার ৭৫০ জন শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss