spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএনপি’র ১৬ নেতাকর্মী নাশকতার মামলায় কারাগারে

২০১৮ সালে নগরের বায়েজিদ থানায় দায়ের হওয়া নাশকতার আটটি মামলায় বিএনপি’র ১৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তরা হলেন- এরশাদ, ডা. ফরহাদ, গনেশ ভুট্টো, আকবর হোসাইন, ফখরুল ইসলাম, ইদ্রিস, হুমায়ুন কবির, জুয়েল, রুহুল আমিন, জাফর, জাহাঙ্গীর, খোকন, মনজুর আলম, খাজা স্বপন, হাসান সওদাগর ও নাসের।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী গণমাধ্যমে বলেন, নাশকতার আটটি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমি বিরোধিতা করি। আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন: করোনায় চট্টগ্রামে আরও ৬৩ আক্রান্ত

এসব মামলায় ১০ জন আসামিকে বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় আদালত জামিন দেন বলে জানান অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss