spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গৃহবধূকে গণধর্ষণ: আট আসামিকে আদালতে তোলা হবে আজ

দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ, গণধর্ষণের বিচারের দাবিতে উত্তাল সময়েই চট্টগ্রামের চান্দগাঁওয়ে বাসায় ফেরার পথে রিকশা থেকে নামিয়ে ২২ বছর বয়সী এক গৃহবধূকে গণধর্ষণের খবর পাওয়া গেছে। গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ৮ আসামিকে আদালতে হাজির করার কথা রয়েছে আজ।

শনিবার সকালে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদে জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় আরও ২ আসামি এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ওই নারী রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন। পরে সেখান থেকে রিক্সাযোগে চকবাজারে নিজের বাসায় ফিরছিলেন তিনি। এসময় মৌলভী পুকুরপাড় এলাকায় তাঁকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss